একাকিত্ব || মিজানুর রহমান সিনহা
যদি বলি এক ফসলা বৃষ্টি দিবো,
তবেকি হবে সঙ্গী একাকীত্বের?
বুঝবেকি টানের তৃষ্ণা কতটুকু,
হাহাকার এই মম চিত্তের?
যদি দেই তোমার চরণে শত পাপড়ি,
জুটি হবেকি কল্পনায় চলা নৃত্যের?
যদি বলি থাকতে চিরদিন,
হিয়ার ভেতর আঁকা মায়া বৃত্তের।
থাকবেকি আমার অন্তর জুড়ে,
নাকি আসায় থাকবে শেষ কৃত্যের।
জানি তোমার সঙ্গ পাওয়ার আসেই,
ইহ লীলা সাঙ্গ হবে মোর।
তবুও কাটবেনা কোনোদিন,
এই চির অন্ধকার ঘোর।
কাকের কন্ঠে পৌঁছে যাবে শেষ খবর,
কোনো এক থমকে যাওয়া ভোর।
ওহে একাকিত্ব সেদিনও বন্ধ রেখো,
তোমার জ্বালিয়ে দেওয়া নরকের দোর।
লেখক: শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সময় জার্নাল/আরইউ